জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের স্বার্থ রক্ষায় এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশপন্থী রাজনীতি গড়ে তোলার স্পষ্ট আহ্বান জানিয়েছেন। বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা জেলার এক পথসভায় তিনি এ দাবি উত্থাপন করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘‘চুয়াডাঙ্গার মানুষদের শিক্ষা, স্বাস্থ্য ও সর্বোচ্চ উন্নয়ন নিশ্চিত করতে হবে। দেশ গড়ার জন্য দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে হবে।’’
তিনি মুজিববাদী ফ্যাসিস্ট দল যে দেশে প্রবেশ করবে, তারা আমাদের স্বাভাবিক জীবনের ওপর দিয়ে যেতে বাধ্য হবে উল্লেখ করে বলেন, ‘‘নাগরিক পার্টি ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের পাশে থাকবে। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের সঙ্গে একাত্মতা সবার জন্য ইতিবাচক হবে।’’
গণঅভ্যুত্থান থেকে উদ্ভূত এই রাজনৈতিক দল ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে, যা চলবে ১ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত। এই পদযাত্রার মূল লক্ষ্য দেশের চারদিকে বিচার ও সংস্কারের দাবিকে বাস্তবায়ন করা।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ‘‘ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে বর্তমান শেখ হাসিনা সরকার দেশবাসীর বিরুদ্ধে গুম ও খুনের সংস্কৃতি রূপায়ণ করেছে। দেশের সীমান্ত, ভূমি ও মানুষের অধিকার রক্ষায় ছাত্র-তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
তিনি আরও বলেন, ‘‘জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী হলেন শেখ হাসিনা ও তার দল। পাশাপাশি ভারত সরকার এই সন্ত্রাসী বাহিনীকে আশ্রয় দিয়েছে।’’
ভারতীয় আধিপত্যের ফলে বাংলাদেশের মানুষের মানবাধিকার, সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে এবং তাদের দাসত্বের জীবন যাপনে বাধ্য করা হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘‘ভারত আমাদের পানির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করছে এবং রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে বারংবার বাংলাদেশের অবমূল্যায়ন করেছে।’’
তিনি সমপরিমাণ মর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, ‘‘ভারত যদি বাংলাদেশের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক চাই, তাহলে সেটি অবশ্যই সমতা ও সম্মানের ভিত্তিতে হতে হবে।’’