চট্টগ্রাম নগরীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রা। নানা বয়সী ভক্ত-অনুরাগীরা এতে অংশ নেন। শোভাযাত্রার মধ্যে ‘চিন্ময় কৃষ্ণ’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রবেশের চেষ্টা করায় সাতজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর আন্দরকিল্লা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আন্দরকিল্লা থেকে লালদিঘি, কোতোয়ালি, নিউ মার্কেট, রাইফেলস ক্লাব, নন্দনকানন ও চেরাগি মোড় ঘুরে শোভাযাত্রা আবার আন্দরকিল্লার জেএম সেন হলে গিয়ে শেষ হয়।
পুলিশ জানায়, শোভাযাত্রায় কয়েকজন ‘চিন্ময় কৃষ্ণ’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ঢোকার চেষ্টা করলে আয়োজকরা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, আয়োজকদের তথ্যের ভিত্তিতে সাতজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।