জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর
ওপর হামলার ঘটনার তথ্য বা ভিডিও ক্লিপ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়
প্রশাসন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির
সদস্যসচিব এ. কে. এম. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত
ঘটনার তদন্তপূর্বক প্রতিবেদন প্রদানের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠু তদন্তের স্বার্থে যদি কেউ এই ঘটনার সঙ্গে
সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও ক্লিপ সরবরাহ করতে চান, তবে তাদেরকে সংশ্লিষ্ট কমিটির
আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরাবর যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা
হচ্ছে। তথ্য সরবরাহকারীর পরিচয় গোপন রাখা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ
সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের
শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ-সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর শুরু
করে ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এ. কে. এম. রিফাত
হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদেরকে গালিগালাজ ও হামলা
করে ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও
যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ
দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে তারা।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ
হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন পদত্যাগ করেন। পরবর্তীতে
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে আহ্বায়ক করে উচ্চপর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা
হয়।