ঢাকা | শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

জাতীয় সংসদে বেগম জিয়ার শেষ জানাজা ও দাফন সম্পন্ন হবে শেরে বাংলার কবরের পাশে

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) জোহর নামাজের পর অনুষ্ঠিত হবে। জানাজা স্থান হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং এর পাশে সংলগ্ন মানিক মুখার্জি অ্যাভিনিউয়ে। এ স্মরণীয় অনুষ্ঠানে এই বরেণ্য নেত্রীর প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা জানানো হবে। জানাজা সম্পন্নের পরে তাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই শেরেবাংলা নগরে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই তথ্য আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে অন্তর্বর্তী সরকারের যুগ্ম উপদেষ্টা পরিষদে অনুষ্ঠিত এক বিশেষ সভার পরে নিশ্চিত করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।