জুলাই-আগস্টে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি স্মরণে বিশেষ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাতটি উপ-কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ওই কমিটি দলের মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, ব্যবস্থা গ্রহণের দায়িত্বে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আহ্বায়ক এবং ড. আবদুল্লাহ আল-মামুনকে সদস্য সচিব করে ব্যবস্থাপনা উপ-কমিটি গঠন করা হয়েছে। প্রচার ও মিডিয়া উপ-কমিটির নেতৃত্বে আছেন অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল (আহ্বায়ক) ও আতিকুর রহমান রুমন (সদস্য সচিব)। শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক পদে রয়েছেন সুলতান সালাহউদ্দিন টুকু এবং সদস্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমিনুল হককে।
অভ্যর্থনা উপ-কমিটির দায়িত্ব পেয়েছেন হাবিব-ঊন-নবী খান সোহেল (আহ্বায়ক) ও মিসেস শামা ওবায়েদ (সদস্য সচিব)। যোগাযোগ উপ-কমিটির নেতৃত্বে আছেন ড. মাহদী আমিন (আহ্বায়ক) ও এহসান মাহমুদ (সদস্য সচিব)। আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে, ও সদস্য সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন নুরুল ইসলাম নয়ন।
সবশেষে, দাপ্তরিক উপ-কমিটির আহ্বায়ক পদে আছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সদস্য সচিব মো. আব্দুস সাত্তার পাটোয়ারী।
বিএনপি সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই ক্ষণস্থায়ী কমিটিগুলো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব উদযাপন করবে এবং শোক ও বিজয়ের স্মৃতিচারণ করবে।