বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে সাতটি বিশেষ উপ-কমিটি গঠন করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই কমিটিগুলো দলের মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
বিভিন্ন উপ-কমিটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ ও সক্রিয় নেতাদের হাতে। ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিক, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. আবদুল্লাহ আল-মামুন। প্রচার ও মিডিয়া বিকাশে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল (আহ্বায়ক) ও আতিকুর রহমান রুমন (সদস্য সচিব)। শৃঙ্খলা উপ-কমিটির দায়িত্ব পেয়েছেন আহ্বায়ক সুলতান সালাহউদ্দিন টুকু ও সদস্য সচিব আমিনুল হক।
অন্যদিকে, অভ্যর্থনা উপ-কমিটিতে হাবিব-ঊন-নবী খান সোহেলকে আহ্বায়ক ও মিসেস শামা ওবায়েদকে সদস্য সচিব করা হয়েছে। যোগাযোগ উপ-কমিটির নেতৃত্বে আছেন ড. মাহদী আমিন (আহ্বায়ক) ও এহসান মাহমুদ (সদস্য সচিব)। আপ্যায়ন উপ-কমিটির দায়িত্ব পেয়েছেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নুরুল ইসলাম নয়ন, এবং দাপ্তরিক উপ-কমিটিতে আহ্বায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও সদস্য সচিব মো. আবদুস সাত্তার পাটোয়ারী।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালনের মাধ্যমে বিশিষ্ট এই গণঅভ্যুত্থানকে স্মরণ করা হবে এবং এই সময়কালজুড়ে শোক ও বিজয়ের বার্তা পৌঁছে দেওয়া হবে সর্বস্তরে।