ঢাকা | শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে হাদির স্মরণে দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি

নিজ জেলা ঝালকাঠিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতিকে সম্মান জানিয়ে বিভিন্ন দেওয়ালে আকর্ষণীয় গ্রাফিতি আঁকা হয়েছে। এসব গ্রাফিতিতে তার সাহসী সংগ্রাম, প্রতিবাদী চেতনা ও আত্মত্যাগের গল্প ফুটে উঠেছে। গত ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, দিনব্যাপী এই গ্রাফিতি কর্মসূচির আয়োজন করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শহরের বিভিন্ন স্থানজুড়ে আঁকা এসব গ্রাফিতিতে উঠে এসেছে বেশ কিছু প্রতিবাদী স্লোগান ও মানবিক বার্তা। কোথাও লেখা ছিল, ‘জান দেব, JULY দেব না’, আবার কোথাও লেখা ছিল, ‘আমি আমার শত্রুর সাথেও ন্যূনতম ইনসাফ করতে চাই’। এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলার যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, ‘শহীদ ওসমান হাদির রেখে যাওয়া সংগঠন ইনকিলাব মঞ্চ থেকে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করা হয়েছে। ভবিষ্যতেও এর মতো আরো নানা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘ওসমান হাদি ছিলেন এক unwavering কণ্ঠ against সরকারি অন্যায়, আগ্রাসন ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। তার স্পষ্ট ও প্রতিবাদী আদর্শ ও স্মৃতি তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’