ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালীর কেশবপুর গ্রামে সাপ নিয়ে খেলতে গিয়ে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। নয়নজড়িত সাপের কামড়ে ১৬ বছর বয়সী মাহাফুজুর রহমান প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) রাতে এই ঘটনাটি ঘটে। মাহাফুজুর একই গ্রামের মতিয়ার রহমান মতির একমাত্র ছেলে ছিলেন।
স্বজন এবং বন্ধু সোহান জানান, গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে থাকা একটি তালগাছ থেকে সোমবার (৩০ জুন) বিকেলে মাহাফুজুর একটি সাপ ধরে টিফিন বাটিতে আটকে রাখে। ধারনা ছিল তা নিয়ে খেলবে। কিন্তু পরদিন দুপুরে সেই একই তালগাছের নিকট সাপটিকে হাতে নিয়ে খেলা করার সময় ওই সাপ তাকে কামড়িয়ে আঘাত করেছে।
তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ার পর মাহাফুজুরকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে ফরিদপুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
মাহাফুজুরের অকাল প্রয়াণে গ্রামের মানুষরা শোকাহত ও স্তব্ধ। এই দুঃখজনক ঘটনার প্রতিকারে ব্যাপক সতর্কতার আহ্বান জানানো হচ্ছে, যেন ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।