যুক্তরাষ্ট্রের আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার ফলাফল জানার জন্য ইউক্রেনের খারকিভ শহরের বাসিন্দা পাভলো নেব্রোয়েভ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন। খারকিভ থেকে এএফপি সংবাদ সংস্থা এই তথ্য জানায়।
তিন বছর ধরে চলমান রাশিয়ার হামলা ও ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আলাস্কায় ট্রাম্প ও পুতিন একসঙ্গে বৈঠকে বসেন। তবে এই বৈঠক থেকে ইউক্রেন ইস্যুতে কোনো সাফল্য কিংবা অগ্রগতি দূরের কথা, বরং বৈঠকের সময় রাশিয়া খারকিভে তীব্র হামলা চালিয়েছে। বৈঠকের আগেই অনেকে এই বৈঠককে পুতিনের জন্য কূটনৈতিক একটি বড় জয় হিসেবে বিবেচনা করছিলেন।
৩৮ বছর বয়সী থিয়েটার ম্যানেজার পাভলো নেব্রোয়েভ বলেন, ‘‘আমি দেখলাম প্রত্যাশার মতোই এই বৈঠকের ফলাফল এসেছে। আমার মতে, এটি পুতিনের জন্য এক বিশাল কূটনৈতিক জয়।’’ তিনি আরও যোগ করেন, ‘‘পুতিন তার বৈধতা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করেছেন।’’
২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করার পর রুশ নেতাকে পশ্চিমা বিশ্বে আড়াল করার প্রবণতা দেখা যেত। কিন্তু এবার ট্রাম্পের পুতিনকে আমেরিকায় আমন্ত্রণ জানানোর মাধ্যমে সেই প্রবণতা শেষ হলো।
এই শীর্ষ বৈঠকে আমন্ত্রণ না পাওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই বৈঠককে পুতিনের একক বিজয় হিসেবে উল্লেখ করেছেন।
পাভলো নেব্রোয়েভ শুধু ক্ষোভ প্রকাশ করেননি, তিনি এই বৈঠককে সময়ের অপচয় হিসেবেও অভিহিত করেছেন। তিনি বলেন, ‘‘এই বৈঠক অর্থহীন ছিল। ইউক্রেন সম্পর্কিত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সেগুলো ইউক্রেনের সঙ্গে, ইউক্রেনীয়দের অংশগ্রহণে এবং অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতিতে নিরসন করা উচিত।’’