ঢাকা | শুক্রবার | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ডিএসসিসির ঢাকা মহানগর হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে ২৪ ঘণ্টা মিডওয়াইফারি সেবা শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে সার্বক্ষণিক ২৪ ঘণ্টার মিডওয়াইফারি-নেতৃত্বাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্য (এসআরএইচ) সেবা শুরু হয়েছে। এই সেবার উদ্বোধন করেছেন ডিএসসিসির মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। প্রকল্পটির মূল লক্ষ্য হলো নগরীর প্রজনন স্বাস্থ্যসেবায় গুণগত উন্নয়ন সাধন করা ও প্রান্তিক জনগোষ্ঠীকে মানসম্মত, সহজলভ্য মাতৃসেবা নিশ্চিত করা। বিশেষ করে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন কমিয়ে সাধারণ প্রসবের সেবা বৃদ্ধি করাই এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা (সিডা), জাইপাইগো বাংলাদেশ এবং ডিএসসিসির যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। পুরান ঢাকার প্রায় ৮ লক্ষাধিক বাসিন্দার জন্য এই সেবা চলমান থাকলে কেবল স্বাস্থ্যঝুঁকি কমবে না, পাশাপাশি মা, নবজাতক ও কিশোরীদের জন্য সচেতনতা ও স্বাস্থ্য সম্পর্কিত আস্থা বাড়বে। ইউএনএফপিএ ও জাইপাইগোর প্রশিক্ষিত ধাত্রী ও চিকিৎসকরা সেবার প্রায় ৯০% স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রদান করবেন, যা অপ্রয়োজনীয় সিজারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া উল্লেখ করেন, “বেসরকারি স্বাস্থ্যখাতে মুনাফার জন্য ভয়-ভীতি সৃষ্টির কারণে অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি বাধ্যতামূলক হয়ে উঠেছে, যা মা ও নবজাতকের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা আশা করি সরকারি-বেসরকারি অংশীদারিত্বজনিত এই উদ্যোগ স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।” তিনি আরও জানান, ভবিষ্যতে ডিএসসিসির সকল স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফারি সেবা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং বলেন, “মিডওয়াইফারি-নেতৃত্বাধীন সেবা শুধু চিকিৎসা নয়, এটি নারীর ক্ষমতায়ন ও সার্বজনীন স্বাস্থ্যসেবায় অবদান রাখে।”

আমন্ত্রণ অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতি. দা.) ডা. নিশাত পারভীন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের কর্মকর্তা, সিডা, ইউএনএফপিএ, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশি-বিদেশি এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।