জামালপুরে গত ২৪ ঘণ্টায় ডিবি পুলিশের পৃথক ৩টি অভিযান জেলার বিভিন্ন স্থান থেকে ৮০
পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার
(২৩ জুন) এই তথ্য জানান জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব।
গ্রেপ্তাররা হলেন—পৌর এলাকার লাঙ্গলজোড়া গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল মিঠুন
ওরফে আব্দুল রুবেল (৩৬), সদর উপজেলার রেহাই পলাশতলা গ্রামের জাকির হোসেনের ছেলে
ফরহাদ আলম ওরফে তাপস (২৬), মেলান্দহ উপজেলার শাহজাদপুর গ্রামের উমেদ আলীর ছেলে
আহালু ওরফে মইনুদ্দীন (৩২), মাদারগঞ্জ উপজেলার পশ্চিম জৈটাপাড়া গ্রামের মৃত আব্দুল
জলিলের ছেলে মিন্টু (৩৮) ও একই উপজেলার ভেলামারী গ্রামের মোন্নাতের ছেলে সাগর।
জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব
জানান, জামালপুর ডিবি পুলিশ ভিন্ন ভিন্ন ৩টি গ্রুপের মাধ্যমে গত ২৪ ঘণ্টায়
প্যারালাল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা
উদ্ধারসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, এসব অভিযান পরিচালনার সময় আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য
উদ্ধার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জামালপুর, মেলান্দহ
ও মাদারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি নিয়মিত মামলা করা হয়েছে।
এ বিষয়ে, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘ডিবি পুলিশের এই অভিযান
জামালপুরে মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো
টলারেন্স’ নীতি চলমান থাকবে।’