এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ে
সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২৮ জন রোগী।
সোমবার (৪ আগস্ট) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু হয়েছে বলে আজ (মঙ্গলবার)
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবচেয়ে বেশি ১০৪ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের হার
ঢাকা বিভাগে। আর রোগটিতে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীদে মারা গেছেন একজন করে।
পড়ুন: ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৩১৯
নতুন করে আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। আর ঢাকার
বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩১৫ জন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে, যাদের
মধ্যে ৫৭ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪২ দশমিক ৪ শতাংশ নারী।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত
হয়েছেন মোট ২২ হাজার ৮১২ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ
নারী।