ঢাকা | বুধবার | ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৭ হিজরি

ডেথ ওভার ডট বলের নতুন রাজার মনোনয়ন মুস্তাফিজুর রহমান

টি-টোয়েন্টি ক্রিকেটে ডেথ ওভারে ডট বল দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের সমকাছে কেউ নেই। শেষ ম্যাচে তিনি আবারও নিজের এই খ্যাতিকে পরিসংখ্যানের মাধ্যমে প্রমাণ করলেন। শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে খেলায় ডেথ ওভারে তিনি করেছেন সাতটি ডট বল, যা তাকে যুগান্তকারী এক রেকর্ডের মালিক করে ফেলেছে। এবার মুস্তাফিজের ডেথ ওভারে ডট বলের মোট সংখ্যা পৌছে গেছে ৩০০, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম বোলারের কাছ থেকে পাওয়া এই কীর্তি।

আলোচিত ম্যাচে মুস্তাফিজ দুটি ওভার বোলিং করেছেন এবং যদিও উইকেট পেয়েছেন মাত্র একটি, তবে মূল প্রতিপক্ষের রান বের করা থামানোর ক্ষেত্রে তার ডট বলই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। এই সাতটি ডট বলের সঙ্গে সঙ্গেই মুস্তাফিজ ডেথ ওভারে ডট বল দেওয়ার ক্ষেত্রে এক নতুন মাইলফলক স্পর্শ করেন।

আগেই এই তালিকায় শীর্ষস্থান ছিল মুস্তাফিজের দখলে, কিন্তু শনিবারের পারফরম্যান্সে তিনি সেই স্থানকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেলেন। তার কাঁধে রয়েছে ইংল্যান্ডের ক্রিস জর্ডান (২৪১), নিউজিল্যান্ডের টিম সাউদি (২৪০), পাকিস্তানের হারিস রউফ (২২২) এবং ভারতের জাসপ্রিত বুমরাহ (২০৮) সঙ্গীদের চ্যালেঞ্জ।

রানের খরচেও মুস্তাফিজ উজ্জ্বল স্থান অধিকার করেছেন। ডেথ ওভারে ৮৭ ইনিংসে ৭২৫ বলে মাত্র ৯৯০ রান দিতে বাধ্য হয়েছেন তিনি। এই সূচকে তার উপরের অবস্থানে আছেন কেবল বুমরাহ (৪৯৫ বলে ৫৬৩ রান) এবং রউফ (৫৮৬ বলে ৭৮২ রান)।

উইকেট সংগ্রহের দিক থেকেও মুস্তাফিজ পিছিয়ে নেই। ৮৭ টি-টোয়েন্টি ইনিংসে ডেথ ওভারে তার উইকেট সংখ্যা ৬৩, যা দ্বিতীয় সর্বোচ্চ। তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি, যিনি ১০০ ইনিংসে ৬৫ উইকেট নিয়েছেন।

শুধুমাত্র আন্তর্জাতিক নয়, সব ধরনের টি-টোয়েন্টিতে ডেথ ওভারে ডট বলের তালিকায় মুস্তাফিজ তৃতীয় স্থানে রয়েছেন। তার ডট বল সংখ্যা দাঁড়িয়েছে ৮১৬-এ, যার পরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (১১৬৪) এবং ক্রিস জর্ডান (৮৯৩)। এই বিশাল কৃতিত্ব মুস্তাফিজের দক্ষতা ও দায়িত্বশীল বোলিংয়ের পরিচায়ক হিসেবেই বিবেচিত।