ঢাকা | রবিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডেনমার্কে বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ওপেন ও সিনিয়র দল অংশগ্রহণ করবে

বাংলাদেশের ওপেন ও সিনিয়র ব্রিজ দল ১৯ থেকে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত ডেনমার্কের হারনিং শহরে অনুষ্ঠিতব্য ৪৭তম বিশ্ব ব্রিজ দল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। এই দলের সদস্যরা আগামী ১৭ আগস্ট ঢাকা থেকে ডেনমার্ক যাবেন। এই প্রতিযোগিতায় বিশ্বের ২৪টি সেরা ব্রিজ খেলোয়াড় দেশের দল অংশগ্রহণ করছে।

বাংলাদেশ দল এ বছর এর আগেই ২৩তম বিএফএএমই জোনাল চ্যাম্পিয়নশিপে জর্ডান এবং পাকিস্তানকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করে। এই সাফল্য দেশের জন্য একটি গর্বের মুহূর্ত বলে গণ্য করা হয়।

বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নঈমুল হাসান বলেন, “বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ দেশের জন্য গর্বের বিষয়। আমরা বিশ্বমঞ্চে বাংলাদেশের ব্রিজ খেলার দক্ষতা আরও ধারালোভাবে উপস্থাপন করতে দৃঢ়প্রতিজ্ঞ।”

দলের সদস্যরা হলেন:

ওপেন দল: সাজিদ ইস্পাহানি, মোঃ মশিউর রহমান, মোঃ জাহিদ হোসেন, শাহ জিয়া উল হক, মোঃ আলাউদ্দিন, এ এইচ এম কামরুজ্জামান, মোহাম্মদ মোনিরুল ইসলাম, রাশেদুল আহসান।

সিনিয়র দল: এ টি এম মোয়াজ্জেম হোসেন, দেওয়ান মোহাম্মদ হানযালা, খন্দকার মুজাহারুল হক, মোহাম্মদ আজিজুল হক, মোঃ জহিরুল হক, সাঈদ আহমেদ।

বাংলাদেশের ব্রিজ দল বিশ্ববাজারে দেশের নাম উজ্জ্বল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।