ঢাকা | সোমবার | ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৭ হিজরি

ড্যাপ সংশোধন চূড়ান্ত হবে আগামী ১০ আগস্ট

বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপের সংশোধন চূড়ান্ত হচ্ছে আগামী ১০ আগস্ট। রবিবার (৩

আগস্ট) সচিবালয়ে ড্যাপ সংশোধন নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হলেও

চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে বৈঠকে পরিবেশ, বন ও

জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত

ছিলেন।

বৈঠক শেষে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বৈঠক আজ মুলতবি হয়েছে।

আগামী রবিবার আবার বৈঠক হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

পড়ুন: রাষ্ট্র সংস্কার: রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে ঐক্যমত্য কমিশন

২০২২ সালের ২৪ আগস্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নতুন ড্যাপ (২০২২–২০৩৫)

কার্যকরের গেজেট প্রকাশ করে। এরপর থেকেই আবাসন কোম্পানি, জমির মালিকসহ বিভিন্ন পক্ষ

এর সংশোধনের দাবি জানিয়ে আসছিল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বিভিন্ন সময়ে

ডেভেলপার কোম্পানিগুলো ড্যাপ সংশোধনের দাবি জানিয়েছে।

সর্বশেষ গত ২০ মে ঢাকা সিটি ল্যান্ড অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজউকের

প্রধান কার্যালয় ঘেরাও করে কর্মসূচি পালন করা হয়। সেখানে তারা ড্যাপ সংশোধন না

হলে রাজউকের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুমকি দেন।

এ প্রেক্ষাপটে সরকার ড্যাপ সংশোধনের উদ্যোগ নেয়।