ঢাকা, ৬ আগস্ট (ইউএনবি)- বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের আয়োজনে
‘নি হাও! চায়না-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী’ উপলক্ষ্যে একটি
সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের
আব্দুস সালাম হলে এই সেমিনার হয়েছে।
এতে বলা হয়, আগামী ৮ আগস্ট রাজধানীর বনানীর হোটেল সারিনায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা
পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে চীনের ১২টির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি, চিকিৎসক ও
কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশের চিকিৎসা বিশেষজ্ঞ ও স্বাস্থ্য প্রশাসনের
প্রতিনিধিরাও এতে অংশ নেবেন।
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের প্রধান নির্বাহী মারুফ মোল্লা
বলেন, “এই আয়োজন শুধু প্রদর্শনী নয়, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যসেবা
বিনিময়ের নতুন অধ্যায়।”
তিনি আরও জানান, প্রদর্শনীতে রোগীরা চীনা চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য, অন-সাইট
ও অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ, সরাসরি চীনা হাসপাতাল থেকে চিকিৎসার আমন্ত্রণপত্র,
অন-স্পট ভিসা সহায়তা ও ভিসা প্রসেসিং সহ প্রয়োজনীয় সব সহযোগিতা পাবেন।
বেল্ট অ্যান্ড রোড হেলথকেয়ার সেন্টার, বাংলাদেশের উপদেষ্টা ও ‘আমরা নারী’ সংগঠনের
প্রতিষ্ঠাতা এম. এম. জাহিদুর রহমান বিপ্লব সাংবাদিকদের জন্য প্রদর্শনীর বিশেষ
এক্সেস, লাইভ কাভারেজ সুবিধা ও প্রেস কিট থাকার কথা জানান এবং গণমাধ্যমের সহযোগিতায়
এ উদ্যোগের সফলতা কামনা করেন।
‘নি হাও! চীনা-বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে উপস্থিত থাকবেন,
দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, চীনের
বাংলাদেশস্থ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশে চীনের দূতাবাসের কালচারাল কাউন্সেলর
লি শাওপেং প্রমুখ।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (রাষ্ট্র মন্ত্রী) অধ্যাপক ড. মো.
সায়েদুর রহমান, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক
ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. মুনিরুল ইসলাম এবং চীনের ৩৫ সদস্য বিশিষ্ট খ্যাতনামা
হাসপাতাল ও চিকিৎসাযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি দলও অনুষ্ঠানে
অংশ নেবেন।