ঢাকা | শুক্রবার | ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদন করলো ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট, ২০২৫-২৬ অর্থবছর

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৩৮৪১.৩৮ কোটি টাকার বাজেট অনুমোদন হয়েছে পরিচালনা কমিটির সপ্তম কর্পোরেশন সভায়। সভাটি পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় পূর্ববর্তী ষষ্ঠ কর্পোরেশন সভার কার্যবিবরণী অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা জনাব আলী মনসুর ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন এবং পরিচালনা কমিটির সদস্যরা ব্যাপক আলোচনার পর বাজেটের অনুমোদন দেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, “এই বাজেট কেবলমাত্র একটি আর্থিক হিসাব নয়, বরং এটি আমাদের সম্মানিত করদাতাদের আস্থার প্রতিফলন। আমাদের এই নগরীর উন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে বাজেটের সঠিক প্রণয়ন ও সফল বাস্তবায়ন অপরিহার্য।”

সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে, ১৯৯৮ সাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বাস করা নগরবাসীর জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মাতৃত্বকালীন সেবা প্রদানকারী ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২’ এর মেয়াদ শেষ হওয়ায়, সার্ভিস অব্যাহত রাখার লক্ষ্যে কর্পোরেশন ও সংশ্লিষ্ট এনজিওগুলোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী, কর্পোরেশনে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিকদের মজুরি বৃদ্ধি পেয়ে ৬০০ টাকা থেকে ৮০০ টাকা হয়েছে। এছাড়া মন্ত্রীপাড়ায় অবস্থিত অস্থায়ী মসজিদটি একটি তিন তলার নান্দনিক মসজিদে রূপান্তরের নীতিগত অনুমোদন দেয়া হয়।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব জনাব মুহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।