মুক্তিযুদ্ধকে কলুষিত করার সব ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের জনগণকে আহ্বান
জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হাঙ্গর নদী
গ্রেনেড’ প্রদর্শিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে ঢাকা
বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) এ প্রদর্শনীর আয়োজন করেছে। সংসদের জনসংযোগ
বিষয়ক সম্পাদক আবরার নাদিম মুমশাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি বলা হয়, বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে
সম্মুন্নত রাখতে ঢাকা সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে এবং চাষী নজরুল ইসলাম
পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭) প্রদর্শনীর
আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।
এতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসে সংগঠিত সব গণসংগ্রামের অভেদ চেতনায় আকাঙ্ক্ষা ও
স্মৃতিকে কলুষিত করার সব ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে নিজ নিজ জায়গা থেকে সবাইকে
সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা
হয়েছে।