বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি সংকটকে সম্মিলিত সংকল্প ও সংহতির মাধ্যমে মোকাবিলা করতে হবে। তিনি বিশেষ করে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছেন, জাতি শোকাহত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সময়ে সকল গণতন্ত্রপ্রেমী ও সহযোদ্ধাদের শান্তি ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, বিভাজন ও সংঘাত সৃষ্টি করা অথবা উচ্ছৃঙ্খল আচরণ থেকে বিরত থাকতে হবে, যাতে একটি শক্তিশালী ও সহনশীল সমাজ গড়ে তোলা যায়।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র রাজনৈতিক সংগঠনের কয়েকজন সদস্য জনতা এবং পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা উসকে দেওয়ার কারণ হতে পারে, যা খুবই উদ্বেগজনক। তাই এসব গোষ্ঠীকে অনুরোধ করেছেন, দেশের বর্তমান শোকাবহ পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার থেকে বিরত থাকতে। বরং জাতীয় ঐক্যে মনোযোগ দেওয়া উচিত এবং সহানুভূতিশীল ও সংহত থাকাই উত্তম পথ।
তিনি বলেন, আমাদের শক্তি অবশ্যই নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে, নিহতদের সঠিকভাবে পরিচয় নিরুপণ করতে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে এবং বিমান দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে নিরপেক্ষ ও কার্যকর তদন্তের সুযোগ দিতে ব্যয় করা উচিত।
পরিশেষে তারেক রহমান প্রাণহানির শিকার নিরীহ মানুষ ও তাদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং একথাও ব্যক্ত করেছেন যে, বাংলাদেশকে অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি সংকট মোকাবিলা করতে হবে।