ঢাকা | মঙ্গলবার | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

তিন দিনব্যাপী হজ ও ওমরাহ ফেয়ার শুরু ১৪ আগস্ট

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর আয়োজনে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ

ফেয়ার ২০২৫’ আগামী ১৪ আগস্ট (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন

মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই মেলা ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

এ উপলক্ষে আজ ১২ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর হোটেল ভিক্টোরিয়ায় সংবাদ সম্মেলনের

আয়োজন করে হাব। হজ ও ওমরাহ ফেয়ার উপলক্ষে গৃহীত উদ্যোগ এবং হজযাত্রীদের জন্য

প্রাসঙ্গিক তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার বলেন, “বাংলাদেশে হজযাত্রীদের

অধিকাংশ গ্রামীণ এলাকায় বাস করেন। বেশির ভাগ হজ ও ওমরাহ এজেন্সির কার্যক্রম

ঢাকা-কেন্দ্রিক হলেও, এই মেলার মাধ্যমে দেশের সব হজ এজেন্সি ও হজযাত্রীদের মধ্যে

পরিচিতি ও যোগাযোগের সুযোগ তৈরি হবে। হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, সঠিক তথ্য

এবং অসাধু ব্যক্তি ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব থেকে মুক্ত সেবা প্রদানের লক্ষ্যেই

আমাদের এই আয়োজন।”

তিনি আরও বলেন, “হজ সংক্রান্ত যাবতীয় তথ্য, হজ ও ওমরাহর বিধিবিধান, এবং

সরকারি-বেসরকারি উদ্যোগ সম্পর্কে হজগমনেচ্ছুদের অবহিত করাই এই ফেয়ারের মূল

উদ্দেশ্য।”

এবারের ফেয়ারে হজ ব্যবস্থাপনায় ই-হজ সিস্টেম ও ‘রুট টু মক্কা’ উদ্যোগ বিষয়ে হজ

যাত্রীগণ ধারণা নিতে পারবেন।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “ফেয়ারে আগত দর্শনার্থীরা বিভিন্ন হজ

এজেন্সির প্যাকেজ ও সুবিধা যাচাই করে মধ্যস্বত্বভোগীর প্রভাব ছাড়াই সরাসরি বুকিং বা

চুক্তি করতে পারবেন। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কেও

হজগমনেচ্ছুরা তথ্য পাবেন।”

তিনি জানান, হজ ব্যবস্থাপনা একটি বহু অংশীজননির্ভর কার্যক্রম। ধর্ম বিষয়ক

মন্ত্রণালয় ও হাব ঐতিহ্যগতভাবে যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করে,

তারা দায়িত্বশীল ও বিশ্বস্তভাবে হজযাত্রীদের সেবা প্রদান করে থাকে। এ বিষয়ে ধারণা

দেওয়ার প্রচেষ্টাও থাকবে মেলায়।

বর্তমানে বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম হজযাত্রী প্রেরণকারী দেশ। বেসরকারি

ব্যবস্থাপনায় প্রায় ৯৬ শতাংশ হজযাত্রী এবং শতভাগ ওমরাহ যাত্রী সৌদি আরব গমন করেন।

হাবের সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হয়।

হাব জানায়, অতীতে হজ ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও অব্যবস্থাপনা থাকলেও বর্তমান সরকার

ও হাবের যৌথ প্রচেষ্টায় আমূল পরিবর্তন এসেছে, শৃঙ্খলা ফিরেছে। ফলে হজযাত্রীদের

দুর্ভোগ অনেকটাই কমেছে। এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও উন্নত ও সুশৃঙ্খল হজ

ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার ও হাব যৌথভাবে কাজ করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহ-সভাপতি শামীম সাঈদী, সহ সভাপতি হাফেজ

নূর মোহাম্মদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ জাফর উদ্দিন, অর্থ সচিব আবদুল হামিদ, জনসংযোগ

সচিব হাফেজ জাহিদ আলম, সাংস্কৃতিক সচিব মোহাম্মদ কাউসার উদ্দিনসহ কার্যনির্বাহী

কমিটির অন্যান্য সদস্যরা।