ঢাকা | মঙ্গলবার | ২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্ব বেছে নেওয়ার গুরুত্বের আহ্বান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীকে তরুণ ও বিকল্প নেতৃত্বকে বেছে নেওয়ার প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠিত একটি কর্মসূচীর সময় জনসমক্ষে এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘‘প্রিয় বন্ধুরা, আমরা জানি যে গত জুলাই ও আগস্ট মাসে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনজাগরণ শুরু হয়েছিল। হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নামে, অনেকে আহত হয় এবং শহীদ হয়; আমরা তাদের স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছি।’’

তিনি জাতীয় নাগরিক পার্টির মূল লক্ষ্য তুলে ধরেন, যা হচ্ছে বৈষম্যমুক্ত, গণতান্ত্রিক এবং ন্যায়সংগত একটি নতুন বাংলাদেশ গঠন। কৃষক, শ্রমিক, ছাত্র-জনতার অধিকার রক্ষা এবং মর্যাদা প্রতিষ্ঠা তাদের অঙ্গীকার।

আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘‘ফ্যাসিবাদী শাসনের গোড়া এখনও বিলুপ্ত হয়নি এবং পুরাতন ব্যবস্থার ছোঁয়া এখনও আছে। তাই সেই সিস্টেমকে সম্পূর্ণ বাতিল করে নতুন দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচী ক্রমাগত চলমান। আমরা চাই, দেশবাসী আমাদের হাতকে শক্তিশালী করবেন এবং তরুণ ও বিকল্প নেতৃত্বকে নির্বাচিত করবেন।’’

তিনি আরও উল্লেখ করেন, ‘‘উত্তরবঙ্গের বিশেষ করে ঠাকুরগাঁওসহ অবহেলিত জেলাগুলোর কোনো আঞ্চলিক বা অর্থনৈতিক বৈষম্য বরদাস্ত করা হবে না। উন্নয়ন শুধু ঢাকা কেন্দ্রিক হওয়া যাবে না। যেদিন এই অবহেলিত অঞ্চলগুলোয়ে যথাযথ উন্নয়ন হবে, সেদিনই তা আমাদের কাছে প্রকৃত উন্নয়ন হিসেবে গণ্য হবে।’’

কর্মসূচীর পর জেলা মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় করে এনসিপির নেতাকর্মীরা পীরগঞ্জ ও দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ এলাকার মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন, এবং ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মীরা।