ঢাকা | শুক্রবার | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

নওগাঁয় বাস চাপায় কারারক্ষী নিহত

নওগাঁর মান্দা উপজেলায় বাসের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে এক কারারক্ষী নিহত হয়েছেন। এই দুর্ঘটনা ঘটে বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ভোলাবাজার এলাকার রাস্তা ঝুঁকিপূর্ণ অংশে। নিহত পল্লাশ আলী বগুড়া জেলা কারাগারে কর্মরত ছিলেন এবং তাঁদের পরিবারের তথ্যানুযায়ী তিনি চাপাইনবাবগঞ্জ জেলায় বাস করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত পল্লাশ আলী মোটরসাইকেল চালিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। সে সময় তিনি যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন নওগাঁ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। বাসটি রাজশাহী অভিমুখী। সংঘর্ষের ফলে পল্লাশ আলী দ্রুত মোটরসাইকেল থেকে পড়ে যান এবং বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ কুমার সন্যাল জানিয়েছেন, বাসের চাপায় ঘটনাস্থলে পল্লাশ আলী নিহত হন। এ ঘটনায় তিনি আরো বলেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। পুলিশ দুর্ঘটনায় বাসটিকে শনাক্ত ও তদন্তের কাজ চালাচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের পরিবার ও স্থানীয়রা মৃতদেহভর্তি উদ্ধার ও তদন্তের জন্য অপেক্ষা করছেন।