আগামী জাতীয় নির্বাচনে দেশের প্রায় ১২ কোটি ৫০ লাখ ভোটারের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্কবার্তা জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটারদের ব্যালটের মাধ্যমে তাদের মত প্রকাশের অধিকার থেকে কেউ যেন বিরত রাখতে না পারে, এজন্য দলের সকল নেতা-কর্মীকে জোরদার সতর্ক থাকার আহ্বান জানান।
লন্ডন থেকে ভার্চুয়ালি পটুয়াখালী জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘বাংলাদেশে সবার ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে একজোট হতে হবে। এই নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ বাধাগ্রস্ত করার জন্য যে কোন ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে সজাগ থাকতে হবে।’’
তারেক রহমান আরও বলেন, ‘‘আমরা প্রায়শই শুনি নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার গুজব ও কানাঘুষা। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অনুসারী হিসেবে আমাদের নেতা-কর্মীদের সতর্ক থাকতে হবে যাতে এসব ষড়যন্ত্র সফল না হয়।’’
তিনি জাতীয় পরিচয়ে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছরে বিএনপির অসংখ্য নেতা-কর্মী জীবন উৎসর্গ করেছে, আহত হয়েছে এবং নির্যাতিত হয়েছে বলে উল্লেখ করেন। ‘‘এই জন্য আমাদের নিশ্চিত করতে হবে যে কেউ এই অধিকার হরণের চেষ্টা করতে না পারে। সতর্ক থাকা আমাদের কর্তব্য।’’
তারেক রহমান দলের নেতাকর্মীদের দেশে ফিরে সরাসরি একত্রিত হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন এবং দলের ভাবমূর্তি রক্ষণাবেক্ষণের জন্য কোনো ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘‘যদি কারো আচরণ দলের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করে বা জনসাধারণের আস্থা নষ্ট করে, তবে শুধু সেই ব্যক্তিই নয়, পুরো দলের ওপর তার প্রভাব পড়ে। তাই দেশের প্রতিটি জেলা এবং ইউনিটের নেতাকর্মীদের উচিত, দলের সুনাম রক্ষা করা।’’
তারেক রহমান দলের সকল স্তরের নেতাকর্মীদের ভালো কাজের মাধ্যমে জনমনে আস্থা গড়ে তোলার নির্দেশ দেন এবং বলেন, ‘‘কেউ যদি দলের ক্ষতি করে এমন কাজ করেন, তাহলে তা রোধ করাও আপনাদের দায়িত্ব।’’
দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের সদস্য ও নেতা হিসেবে সবাইকে দায়িত্বশীলতা নিয়ে কাজ করতে বলেছিলেন তিনি, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়। তারেক জানান, ‘‘বিএনপির প্রতিটি সদস্যকে শুধু গণতন্ত্রকে মজবুত করতে হবে না, পাশাপাশি দলের ভাবমূর্তি নষ্ট করতে দেওয়া যাবে না।’’
সবশেষে তিনি সতর্ক করে বলেন, ‘‘যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাদের কোনো রকম প্রশ্রয় বা সুরক্ষা দেওয়া হবে না। সকলকে দলের সুনাম রক্ষার জন্য একসঙ্গে কাজ করতে হবে।’’