ঢাকা | মঙ্গলবার | ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনে ভয়ে পিছু হটলে রাজনীতি নয়, এনজিওতে যোগ দিন: আমীর খসরু

বাইরে দাঁড়িয়ে থাকতে হলে রাজনীতি নয়, এনজিও বা প্রেসার গ্রুপে কাজ করাই উচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, ‘‘যারা নির্বাচনে যেতে ভয় পান, তারাই রাজনীতিতে থাকবেন কেন? তারা চাইলে প্রেসার গ্রুপ বা এনজিওর মাধ্যমে কাজ করতে পারেন। কিন্তু রাজনীতি করবেন, নির্বাচনের মুখ থেকে পিছু হটবেন, আর গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন—এটা চলতে পারে না।’’

রবিবার (২৭ জুলাই) ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ভাসানী জনশক্তি পার্টি ও ভাসানী অনুসারী পরিষদের যৌথ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান’ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

নিযুক্ত নেতা আমীর খসরু আরও বলেন, ‘‘যেসব দেশে গণ-অভ্যুত্থানের কারণে নির্বাচনে বিলম্ব হয়, সেখানে বিভক্তি, গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় ব্যর্থতার গল্প খুবই সাধারণ। কিন্তু যারা দ্রুত নির্বাচন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তারা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করেছে।’’

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে তিনি জানান, যদিও এই আন্দোলনের প্রতি মতপার্থক্য থাকতে পারে, তবে কেউ এ আন্দোলন ‘হাইজ্যাক’ করতে পারবে না। কারণ এটি নতুন নয়—বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ের অংশ।

বিএনপির নেতা বলেন, ‘‘৫ আগস্ট যদি শেখ হাসিনা যেতে না পারতেন, আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন বন্ধ করতাম না; বরং তা চলতেই থাকত।’’

তিনি বলেন, এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া এবং তাদের সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। যদিও বিএনপির নেতাকর্মীরা এই আন্দোলনে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু বিএনপি কখনো এই আন্দোলনের কৃতিত্ব দাবি করেনি।

তিনি আরও বলেন, ‘‘জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই এই গণ-অভ্যুত্থান সফল হবে।’’

আমীর খসরু উল্লেখ করেন, ‘‘সব ক্ষেত্রে সম্পূর্ণ ঐকমত্য হওয়া জরুরি নয়। বিভিন্ন রাজনৈতিক দলের মত ও বিশ্বাস থাকা স্বাভাবিক। কিন্তু জাতীয় স্বার্থে ঐক্য প্রয়োজন। মতপার্থক্য ছাড়া গণতন্ত্র বাঁচে না। আমরা কখনই একদলীয় শাসন গড়ে তুলতে চাইনি।’’

তিনি আরও বলেন, ‘‘শেখ হাসিনার ‘পলায়নের’ পর দেশের মানুষের মনোভাবের পরিবর্তন এসেছে। যারা এই পরিবর্তন বুঝতে পারছেন না, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই।’’

বিএনপির এই নেতার মতে নির্বাচিত সরকার না থাকায় অনেক পুলিশ ও সরকারি কর্মকর্তা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, এবং বিদেশি বিনিয়োগকারীরাও সিদ্ধান্ত নিতে দেরি করছেন।