ঢাকা | শনিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচন ছাড়া দেশের পরিস্থিতি খরা ও অস্থিতিশীলতায় যাবে: সালাম পিন্টু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে তৎপরতা চললেও বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সতর্ক করে বলেছেন, নির্বাচন ছাড়া দেশের পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তিনি বলেন, অনেকেই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছেন। নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র চলছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে, একটি নির্বাচিত সরকার দেশের প্রশাসন ও নাগরিক সুশৃঙ্খলা বজায় রাখতে সক্ষম। তাই, অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন না করলে দেশের অস্থিতিশীলতা বাড়তেই থাকবে।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরের একটি বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সালাম পিন্টু বলেন, যারা নির্বাচনকে বানচালের জন্য নানা ষড়যন্ত্র করছে, তারা বুঝতে হবে বাংলাদেশের মানুষ সচেতন। তারা এই ষড়যন্ত্র প্রতিহত করবে যাতে সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং তাতে দেশের বৃহত্তর সাফল্য আসে। তিনি আরও জানান, এই বিষয়গুলোতে সরকার ও দলীয় নেতাকর্মীরা সম্পূর্ণভাবে সক্রিয় থাকবেন।

অন্যদিকে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সঙ্গে জোটের বিষয়েও মন্তব্য করেছেন, জানানো হয়েছে যে, এখনও এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, ভূঞাপুর বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা।