ঢাকা | সোমবার | ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেত্রকোনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বারায় একটি বিশাল গণসমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর (শায়েখে চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দেশে চলমান চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি, অত্যাচার ও নিপীড়নের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি বলেন, ‘‘আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যেখানে কোনো সরকারি প্রতিষ্ঠান অপরাধীদের দখলে থাকে। এমন একটা বাংলাদেশ আমরা মেনে নিতে পারি না যেখানে বিচারালয়ও দখলাভুক্ত। আমরা আর এই জুলুম-নিপীড়ন সহ্য করবো না।’’

তিনি আরও বলেন, ‘‘যদি শেখ হাসিনার বুলেট আর ট্যাঙ্কের সামনে বুক প্রতিরোধ করতে পারি, তাহলে কেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? আমাদের উচিত অবিচার, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সরব হওয়া।’’

সমাবেশে তিনি দেশের রাজনৈতিক দলগুলোর শাসনকাল পর্যালোচনা করে বলেন, ‘‘মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির শাসনে সাধারণ মানুষের ভাগ্যে কোনো উন্নতি হয়নি। শান্তি তখনই আসবে যখন আমরা নীতি ও আদর্শের পরিবর্তন আনতে সক্ষম হবো।’’

সমাবেশে পাশাপাশি চাওয়া হয় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সারাদেশে খুন-লুটপাট ও চাঁদাবাজি বন্ধ এবং প্রার্থনা করা হয় পাইকারি নির্বাচন পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের।

সমাবেশ পরিচালনা করেন জেলা কমিটির সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী এবং সেক্রেটারি মাওলানা ওয়ালীউল্লাহ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাঠান, ইসলামী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এনামূল হক মুর্শেদ, ইসলামী ঐক্যজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু সায়েমসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

সমাবেশে নেত্রকোনার পাঁচটি আসনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে মাওলানা মামুনুর রশিদ রব্বানী, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে হযরত মাওলানা আব্দুল কাইয়ুম, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাকির হোসেন সুলতান, নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে হাফেজ মাওলানা মুখলেছুর রহমান এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে মুফতি নূরুল ইসলাম হাকিমী প্রার্থী হন।

এই গণসমাবেশের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে তাদের সদিচ্ছা এবং প্রতিজ্ঞা ব্যক্ত করেছে।