নোয়াখালী জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত এক প্রৌঢ় রোগীর মৃত্যু হয়েছে। তিনি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের লামছি গ্রামের মৃত গনু মিয়ার ছেলে জেবল হক (৮০)।
বুধবার (২ জুলাই) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে গত মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন দুপুরে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তিনি মারা যান।
ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় একমাত্র করোনা আক্রান্ত বৃদ্ধের এ মৃত্যু নোয়াখালীতে করোনার প্রকৃত প্রভাব ফুটিয়ে তোলে। একই সময়ে, হাসপাতালের নমুনা পরীক্ষায় একজন নতুন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি জানান, করোনা পরীক্ষার জন্য কিটের অভাবের কারণে উপজেলা পর্যায়ে এখনো টেস্ট কার্যক্রম শুরু হয় নাই। বর্তমানে নোয়াখালী জেলায় মোট তিনজনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের তত্ত্বাবধানে সব ধরনের প্রস্তুতি ও চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে।
অতএব, সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে যাতে করে ভাইরাসটির সংক্রমণ রোধ করা যায়।