ঢাকা | মঙ্গলবার | ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই সফর, ১৪৪৭ হিজরি

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

ঢাকা, ১২ আগস্ট (ইউএনবি): পাম অয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়েছে সরকার। এতে

করে এখন থেকে প্রতি লিটার পামঅয়েল বিক্রি হবে ১৫০ টাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা।

আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার

(১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পামঅয়েলের নতুন দাম ঘোষণা

করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের

সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম

নিম্নমুখী হওয়ায় কমিশনের সুপারিশে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে

কমিয়ে ১৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল

কিনতে পারবেন। তবে সয়াবিনতেল পূর্বের মতো লিটার প্রতি ১৮৯ টাকা (বোতলজাত)

অপরিবর্তিত থাকবে।

পড়ুন: হিলি স্থলবন্দরে পেঁয়াজের দামে ঊর্ধ্বগতি

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দেশের ভোজ্যতেলের বাজারে ৬০ ভাগ দখল রয়েছে পাম

অয়েলের। আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় এই দাম কমানোর সিদ্ধান্ত নেয়া

হয়েছে। তবে সয়াবিনের মূল্য অপরিবর্তিত থাকায় স্থানীয় বাজারে দাম আগের মতোই রয়েছে।

সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পামঅয়েলের দাম নির্ধারণ করা হয়েছিল।