ঢাকার পুরান এলাকায় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
শনিবার (১২ জুলাই) দুপুর একটায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক শিক্ষার্থী ‘‘ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ’’ ব্যানারে এক প্রতিবাদ মিছিল করেন। একই সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের নিজ নিজ স্থান থেকে বিক্ষোভে অংশ নেয়।
বিক্ষোভ চলাকালীন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘‘কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজের কবর খোঁড়’’, ‘‘চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টারিম কী করে?’’, ‘‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’’, ‘‘কে দিল রে জানোয়ার মানুষ মারার অধিকার’’ ইত্যাদি স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানায়।
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ সাকিব বলেছেন, ‘‘বিপ্লব পরবর্তী সময়ে সবাই মিলেমিশে কাজ করার যে মানসিকতা গড়ে উঠেছিল, তা এখন নষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলের সহিংসতা বেড়ে চলেছে। একজন মানুষকে এত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’’
গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যা করা হয়। তাকে ডেকে নিয়ে প্রথমে পিটিয়ে আহত করা হয়, পরে ইট-পাথরের টুকরা দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। এরপর তাকে বিবস্ত্র করে শরীরের ওপর উঠে লাফানো হয়।
এই হত্যাকাণ্ডের পর ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও আইন উপদেষ্টা আসিফ নজরুল।