ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি প্রতিনিধি, প্রখ্যাত সাংবাদিক সৈয়দ মো. মাসুদ আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৩০ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলতি সপ্তাহে শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। সন্ধ্যার দিকে তাঁর অবস্থা বেশি খারাপ হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সৈয়দ মো. মাসুদ ছিলেন একজন সাহসী সাংবাদিক এবং শিক্ষাবিদ। তাঁর প্রয়াণে ফটিকছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর অকাল মৃত্যুতে ফটিকছড়ি প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজ এবং বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।