ঢাকা | শনিবার | ২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সফর, ১৪৪৭ হিজরি

বন্দিদের সংশোধনে কারাগারে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জীবনমান পরিবর্তন ও নৈতিক সংশোধনের জন্য ইসলামী

ফাউন্ডেশনের উদ্যোগে ধর্মীয় শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ

ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ৩টা থেকে পাঁচটা পর্যন্ত কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয়

কারাগার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, কারাগারে যেসব অপরাধী হিসেবে চিহ্নিত আছে, তারা যেন নৈতিক

শিক্ষা নিয়ে চরিত্র সংশোধন করে পরিবারে আসতে পারেন—সেকারণে ইসলামী ফাউন্ডেন

কারাগারে বন্দিদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা চালু করা হচ্ছে। এখানে ইসলাম ধর্মের

শিক্ষা দেওয়ার অনেক শিক্ষক রয়েছেন এবং হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্যও শিক্ষক

রয়েছে।

পড়ুন: কারাবন্দিদের মানবাধিকার রক্ষায় সরকার সচেষ্ট রয়েছে: ধর্ম উপদেষ্টা

তিনি বলেন, বন্দিরা যাতে মানবিক হয়ে জেল থেকে বের হতে পারেন, সেই ধরনের সকল

ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে এসব কার্যক্রম চলমান থাকবে। কারাগার পরিদর্শন

শেষে ধর্ম উপদেষ্টা বিভিন্ন বন্দিদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তার সঙ্গে ছিলেন আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোতাহের হোসেন,

অতিরিক্ত কারা মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল

সুপার সুরাইয়া আক্তার ও জেলার একেএম মাসুম প্রমুখ।