করতেয়া নদীর বাঘডোকারা ঘাটে দীর্ঘ ৫৪ বছর ধরে ব্রিজ নির্মাণের দাবিতে সংকল্পবদ্ধ রয়েছে স্থানীয় জনতা। স্বাধীনতার এত বছর পরও এই স্বপ্ন পূরণ হয়নি, ফলে প্রতিদিন চরম দুর্ভোগে দিন যাপন করতে হচ্ছে ওই এলাকা বাসিন্দাদের।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার ৩ নং বনগ্রাম বেংহাড়ী ইউনিয়ন ও ৪ নং কালিয়াগঞ্জ ইউনিয়নের মধ্যবর্তী করতেয়া নদীর ওপর ব্রিজ না থাকায় দু’টি ইউনিয়নের মানুষ যাতায়াতে বিভিন্ন সমস্যায় পড়ছেন। শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তির সম্মুখীন হন। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে নৌকা বা বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয়, যেখানে শিশু ও বৃদ্ধদের পারাপারে বড় ধরনের ঝুঁকি থাকে।
স্থানীয়রা জানাচ্ছেন, স্বাধীনতার পর থেকে বারবার ব্রিজ নির্মাণের অঙ্গীকার করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল ব্রিজের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর সেই প্রতিশ্রুতি ভুলে যাওয়া হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, করতেয়া নদীর ওপর ব্রিজ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে; তবে প্রকল্পের অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
তারা দাবী করেন, এই ব্রিজ নির্মাণ হলে দুই ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে। সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা হবে।
সচেতন সমাজের পক্ষ থেকে দীর্ঘদিনের এই ন্যায্য দাবি মেনে দ্রুত ব্রিজ নির্মাণের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।