বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা শেষে সরেজমিন
পরিদর্শনের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
আগামি ১৪ জুলাই’র মধ্যে গণপূর্ত বিভাগ জুলাই স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ বাস্তবায়ন
করবে বলে সভায় জানানো হয়েছে।
জেলা প্রশাসক শামীম আরা রিনি এই সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছার, অতিরিক্ত জেলা প্রশাসক
মো. আবু তালেব, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ চৌধুরী, জেলা জামায়াতের
আমির আবদুস সালাম আজাদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক এবং
বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি স্মরণে প্রতি জেলায় এ
স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার।