ঢাকা | রবিবার | ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৭ হিজরি

ব্যক্তি করদাতাদের আয়কর বিবরণী দেওয়া বাধ্যতামূলক করল এনবিআর

স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আয়কর বিবরণী বা রিটার্ন অনলাইনে দাখিল

বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে ২০২৫–২৬ করবর্ষের জন্য এ বিধান কার্যকর করা হয়েছে।

তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ

চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে

আইনগত প্রতিনিধি—এই চার শ্রেণির করদাতার ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

তাদের ক্ষেত্রে ইচ্ছা করলে অনলাইন পদ্ধতিতেই রিটার্ন দাখিল করা যাবে, তবে কোনো

বাধ্যবাধকতা থাকবে না।

ফলে এখন থেকে যেসব করদাতা রিটার্ন জমা দেবেন, তাদের তা অনলাইনে দাখিল করতেই হবে।

তবে কেউ যদি ১ জুলাই থেকে এর মধ্যে কাগুজে রিটার্ন জমা দিয়ে থাকেন, তা গ্রহণযোগ্য

হবে।

আরও পড়ুন: এনবিআর আন্দোলনে সরকারি ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি গঠন

আদেশে আরও বলা হয়েছে, ‘উল্লেখিত করদাতাদের বাইরে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা

যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তাহলে তিনি ৩১ অক্টোবরের মধ্যে যথাযথ কারণ

উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে পারবেন।’

পরে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে, ওই করদাতা কাগজে (পেপার

রিটার্ন) রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাবেন।

২০২৪–২৫ অর্থবছরে ১৭ লাখ ১২ হাজার ৪৯২ জন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল

করেছেন। এখন পর্যন্ত দেশে প্রায় ১ কোটি ১২ লাখ ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর

(ই–টিআইএন) নিবন্ধন হয়েছে।

২০২৩–২৪ অর্থবছরে ই–রিটার্ন দাখিল করেছিলেন মোট পাঁচ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা।