ঢাকা | রবিবার | ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিনে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যার প্রতিবাদে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে একটি সমাবেশও করেছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাস ষ্ট্যান্ডে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নেতাকর্মীরা বারবার ডাক দেন “বিচার চাই, সোহাগ হত্যার দ্রুত বিচার চাই” ও “আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে”, “রশি লাগলে রশি নে, খুনির ফাঁসি দে” এর মতো স্লোগান।

উপজেলা যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন খান সঞ্চালিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব কাজী মো: আজম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম ফিরোজ কাজী, যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপির সহ-সভাপতি বশির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদল আহ্বায়ক শিহাব হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্রদলের সভাপতি দানিশ চৌধুরী ও পৌর ছাত্রদল সভাপতি রায়হান আহমেদ শাকিল প্রমুখ।

বক্তারা বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে ঘটনাক্রমে সোহাগ হত্যার ঘটনায় আমরা বোরহানউদ্দিনের বিএনপি পরিবারের পক্ষে প্রতিবাদ জানাচ্ছি এবং জোর দাবি জানাচ্ছি দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার। আমরা সম্প্রতি চাঁদপুরের মসজিদের মধ্যে ইমামের উপর হামলার ঘটনারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তারা আরো বলেন, “কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। বিএনপি শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল; চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশের জন্য আজীবন কাজ করে আসছি। এমন সময় জামায়াত ও এনসিপির নানা সমালোচনা করে বলেন, ‘বাংলাদেশের অন্যতম মেধাবী ছাত্র অপ্রাণিত আব্রার হত্যাকাণ্ডে তারা কোথায় ছিল? তখন তাদের কোনো প্রতিবাদ ছিল না।”

বক্তারা জোর দিয়ে বলেন, “বিএনপিতে কোন চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীদের ঠাই নেই। আমাদের নেতারা সন্ত্রাসবাদ পছন্দ করেন না এবং আমরাও নিয়ন্ত্রণ করে থাকি। যখনই নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হবে, তখন বিএনপিকে নতুন মিডিয়া ট্রায়ালে ফেলতে নির্দিষ্ট মহল কাজ করবে। তাই আমাদের নেতাকর্মীদের আরও বেশি সতর্ক ও একসাথে থাকার পাশাপাশি দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানাচ্ছি।”