ঢাকা | শনিবার | ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ভারতীয় ২২০০ রুপিসহ বাংলাদেশি নাগরিক আটক

ভারতীয় ২০ হাজার ২০০ রুপিসহ মো. কামাল হোসেন (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক

করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

শনিবার(১৯ জুলাই) সকাল সাড়ে ৮টায় লাউরগড় বিওপির টহল দল নিয়মিত অভিযান পরিচালনাকালে

তাকে আটক করে।

আটক মো. কামাল হোসেন তাহিরপুর উপজেলার গাঘাটিয়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতীয় রুপিসহ বাংলাদেশে ফেরত আসার সময় সীমান্ত

থেকে বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক স্থানে মো. কামাল হোসেনকে আটক করা হয়।

আটক আসামিকে ভারতীয় রুপিসহ তাহিরপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন

বলে জানিয়েছে বিজিবি।