বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন ভারতের উপর আস্থা কমে এসেছে। ভারতের ভিসা জটিলতার কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটারদের চিকিৎসার জন্য ভারতের পরিবর্তে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাঠানোর। রাজনৈতিক কারণে এক বছর ধরে ভারতের ভিসা প্রক্রিয়া বন্ধ থাকায় ক্রিকেটারদের জরুরি চিকিৎসার জন্য ভারতে পাঠানো ক্রমেই কঠিন হয়ে পড়ছে।
এই সমস্যার সমাধানে বিসিবি মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে স্বল্প সময়ে ভিসা নিয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য নতুন চুক্তি করতে যাচ্ছে। বিসিবির এক বরিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরে ভারতের ভিসা নিয়ে সমস্যা চলছিল। তাই আমরা মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে মেডিক্যাল চুক্তি করতে চাই, যাতে ক্রিকেটারদের প্রয়োজনীয় সময়ে দ্রুত চিকিৎসার সুযোগ দেওয়া যায়।’
সূত্রটি আরও জানান, ‘এই বিষয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভারতকে নির্ভরতা কমিয়ে আমরা এই সিদ্ধান্ত নেওয়ার পথে আছি। আশা করছি, খুব শিগগিরই বিষয়টি চূড়ান্ত হবে।’
বর্তমানে ভারতের মেডিকেল ভিসা পাওয়ার জন্য ক্রিকেটারদের প্রায় দুই মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়। এছাড়া, বিসিবি চিকিৎসক এবং ফিজিওদের জন্যও মালয়েশিয়া ও থাইল্যান্ডে ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা করছে, যাতে তারা উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারেন। এই পদক্ষেপগুলো বাংলাদেশের ক্রিকেটে চিকিৎসা ব্যবস্থাকে আরও সুসংহত এবং সময়োপযোগী করার লক্ষ্যে নেওয়া হয়েছে।