কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় হত্যাসহ ডাকাতির মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গোলাম হোসেন মিয়া (৩৭)কে গ্রেপ্তার করেছে র্যাবের সিপিসি-২, র্যাব-১৪ ভৈরব ক্যাম্প। গোলাম হোসেন মিয়া কালিপুর মধ্যপাড়ার আব্দুর রহিমের ছেলে। শুক্রবার দুপুরে ভৈরব শহরের কালিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত গোলাম হোসেন মিয়া নরসিংদীর বেলাবো থানায় দায়েরকৃত একটি হত্যা ও সিএনজি ডাকাতি মামলার পলাতক আসামি। ওই মামলায় মামলা নং-০১(০১)১৫, ধারা-৩৯৬/২০১ এর আওতায় তার নামে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছিল। ঘটনার সময় সিএনজি ড্রাইভারকে হত্যা করে লাশ গুমের অভিযোগ ছিল তার বিরুদ্ধে।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মুহিত কবির জানান, ‘‘ভৈরব এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক আসামি গোলাম হোসেন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।’’ এই গ্রেপ্তারের মাধ্যমে স্থানীয়দের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে র্যাব আশাবাদী।