ঢাকা | মঙ্গলবার | ১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৭ হিজরি

মানিকগঞ্জে গৃহকর্তাকে হত্যা করে ৪ গরু লুট, দুই সিকিউরিটি গার্ড আটক

মানিকগঞ্জের সিংগাইরে গৃহকর্তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে একদল ডাকাত চারটি

গরু লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। সিংগাইর উপজেলার তালেবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি সাভারের এনাম মেডিক্যাল

কলেজ হাসপাতালে মারা যান।

নিহত গৃহকর্তা হাজী মহর উদ্দিন (৭০) তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত হাজী

সফিজউদ্দিনের ছেলে।

সিংগাইর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে মাঝারি

আকারের একটি ট্রাকে করে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত মহর উদ্দিনের বাড়িতে হানা দেয়।

গোয়ালঘর থেকে গরু লুট করার সময় তাদের বাধা দেন মহর উদ্দিন। এ সময় ডাকাত সদস্যরা

দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এরপর ট্রাকে করে চারটি গরু লুট

করে নিয়ে যায় ডাকাতরা।

গুরুতর আহত মহর উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে

স্থানান্তর করা হয়। পরে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থঅয় তার মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, ঘন্টাব্যাপী এসব ঘটনায় তাকে মারধর করে গরুগুলো যখন লুট করা

হয়, তখন ফ্যাক্টরিতে শ্রমিকরা কাজ করেছিল। সিকিউরিটি গার্ডদের বলা হয়েছিল সাহায্য

করতে এবং থানাকে ফোন দিতে। কিন্তু তারা গেট বন্ধ করে রাখে। এতে করে মনে হচ্ছে এ

ঘটনায় ওদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

তবে ঐ ফ্যাক্টরির আমিনুর নামে আরেক সিকিউরিটি বলেন, রাতে গেট খুলতে কর্তৃপক্ষের

নিষেধ ছিল বলেই আমরা বন্ধ করে বসে ছিলাম।

পড়ুন: গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এদিকে এ ঘটনায় ওই ব্যাটারি ফ্যাক্টরির সুপারভাইজার সোহেল রানা ও সিকিউরিটি গার্ড

আমির হামজাকে আটক করেছে থানা পুলিশ। সেই সঙ্গে ফ্যাক্টরির সিসি ক্যামেরাও জব্দ করা

হয়েছে।

মানিকগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আমজাদ বলেন, নিহতের

ময়নাতদন্ত করা হবে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া

যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।