ঢাকা | সোমবার | ২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরে চাঁদাবাজির প্রতিবাদে করায় এনসিপি কর্মীদের ওপর হামলার অভিযোগ, পুলিশ বলছে ভিন্ন কথা

রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে দলের

কয়েকজন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির

(এনসিপি)। তবে, পুলিশের দাবি টাকা-পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে হাতাহাতির

ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে কৃষি মার্কেট সংলগ্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের

(ডিএনসিসি) জোন-৫ কার্যালয়ে গিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ দোকানিদের পুনর্বহালের

দাবিতে স্মারকলিপি দিতে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন এনসিপির ঢাকা উত্তর

শাখার অফিস সমন্বয়কারী এম এম শোয়াইব।

তিনি বলেন, ‘ডিএনসিসি কার্যালয় থেকে বের হওয়ার পর হঠাৎ মাহবুব আলমের নেতৃত্বে একদল

সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। মাহবুব আলম অপসারিত মেয়র আতিকুল ইসলামের

ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।’

এনসিপির মোস্তাকিম, কবির সুজন, জাভেদ, শাওন ও সানিসহ বেশ কয়েকজন আহত হয়ে শহীদ

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান শোয়াইব।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বলেন ভিন্ন কথা। তিনি

বলেন, ‘ডিএনসিসির একজন কর্মকর্তা তাদের ঘটনার বিষয়ে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে

জানতে পারে টাকা-পয়সা ও অন্যান্য বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ থেকে হাতাহাতির

ঘটনা ঘটে। এতে কোনো রাজনৈতিক দল জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।’ ঘটনাটি রাজনৈতিক

মনে হয়নি এবং এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।