ঢাকা | শুক্রবার | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাংয়ের’ পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাংয়ের’

পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড

ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রবিবার (১৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর

রোড এলাকায় সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে এ পাঁচজনকে গ্রেপ্তার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর

রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন— মো. লায়েছ (২৫), শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯),

আবদুল আলিম (২৮) ও মিলন হোসেন (২৮)।

আরও পড়ুন: রাজধানীর গাবতলীতে সাজাপ্রাপ্ত আসামি মোস্তাক গ্রেপ্তার

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়েছে সিটিটিসির

স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি চৌকস টিম।

তারা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষকে চাপাতিসহ

বিভিন্ন ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করার কথা স্বীকার করেছেন

গ্রেপ্তাররা। 

চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি

করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তাররা।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।