বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্ক হ্রাসে মার্কিন
বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) সঙ্গে তৃতীয় দফার আলোচনায় বাংলাদেশ সরকার ইতিবাচক ফল
প্রত্যাশা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান
উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।
শফিকুল আলম জানান, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ
স্টেট গেস্ট হাউস যমুনায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি
অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ শুল্ক আলোচনা, সন্ত্রাসবিরোধী উদ্যোগ, নির্বাচন
প্রস্তুতি এবং জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে
জানান প্রেস সচিব।
তিনি জানান, আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে
তৃতীয় দফার শুল্ক আলোচনা শুরু হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ প্রতিনিধি দল আজ রাতেই
যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিচ্ছে।
পড়ুন: বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
শফিকুল জানান, আলোচনার ইতিবাচক ফলাফলের ব্যাপারে সরকার আশাবাদী।
তিনি বলেন, সরকারের এই প্রতিনিধিদলের সঙ্গে একটি ব্যবসায়ী দলও যুক্ত থাকছে, যদিও
তারা সরাসরি আলোচনায় অংশ নেবে না।
বৈঠকে জঙ্গিবিরোধী লড়াইকে প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
শফিকুল বলেন, ‘প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে জানিয়েছেন, তার সরকার সন্ত্রাস ও
জঙ্গিবাদের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। কোনো অবস্থাতেই জঙ্গিবাদ বা
উগ্রপন্থাকে বরদাস্ত করা হবে না।’
প্রেস সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রে এই তৃতীয় দফার আলোচনা ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত
হবে এবং ১ আগস্টের আগে একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানোর আশা করছে সরকার।