রাজধানীর মিরপুর-১ এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে কঠোর অভিযানের মাধ্যমে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ঢাকা)। শুক্রবার সকাল ১১ জুলাই এই অভিযান পরিচালিত হয়।
উদ্ধারকৃত প্রাণীদের মধ্যে রয়েছে তিনটি পাহাড়ি ময়না, দু’টি ঝুঁটি শালিক, দু’টি গাঙ শালিক, দু’টি তিলা ঘুঘু, ১৪টি শালিক, দু’টি হিরামন তোতা, ২৩টি টিয়া, একটি বাজপাখি এবং একটি কড়ি কাইট্টা।
বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট একটি অভিজ্ঞ দল সকাল থেকে বাজারের একাধিক দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। এই অভিযানে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন ‘সোয়ান’ই গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করে।
অভিযানে উদ্ধারকৃত অধিকাংশ বন্যপ্রাণীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তবে কিছু অসুস্থ প্রাণী আপাতত অফিসে নিরাপদে রাখা হয়েছে এবং তাদের শারীরিক সুস্থতার পরে স্বাধীন প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী, দেশীয় বন্যপ্রাণী সংগ্রহ, লালনপালন, ক্রয়-বিক্রয় ও পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এরকম অপরাধ হলে কঠোর শাস্তি প্রদান করা হয়। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পাখিবাজারে নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অবৈধ কার্যকলাপ রুখে দিতে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
সাংবাদিক ও জনগণের সহায়তায় এই ধরনের অভিযান আরো জোরদার করার মাধ্যমে আমাদের দেশে বন্যপ্রাণীর সুরক্ষা ও সংরক্ষণের কাজকে আরও শক্তিশালী করা হবে।