রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। উপজেলার ওই বাড়িতে অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামের কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের অস্ত্র, বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং অন্যান্য অবৈধ সামগ্রী জব্দ করা হয়।
অভিযানে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি দল অংশগ্রহণ করেছে এবং তারা পুরো এলাকায় অবস্থান নিয়ে বাড়িটি ঘিরে রেখেছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, একটি কার্তুজ, তিন বক্স ইয়াবার শিশি, দেশীয় তৈরি অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি, বাইনোকুলার, বিস্ফোরক তৈরির উপকরণ এবং বেশ কিছু মাদকদ্রব্য।
যদিও এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেননি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানিয়েছেন, সেনাবাহিনী থেকে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি। তবে পরে পুলিশকে হস্তান্তর করা হলে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন তিনি।
গোটা ঘটনাটি এলাকায় উত্তেজনা তৈরি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনা অভিযান থেকে পাওয়া এসব জিনিসপত্রের পাশাপাশি সম্পৃক্ত ব্যক্তিদের খুঁজে বের করতে জেলা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে তদন্ত চালাচ্ছে।