দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বাহিনী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে বেতন বৈষম্য এবং কেন্দ্রের যন্ত্রপাতি আত্মসাৎ সংক্রান্ত অভিযোগের যথার্থতা নিশ্চিত করেছে।
গতকাল বৃহস্পতিবার, বাগেরহাটের দুদকের সহকারী পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে দলটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং অসংগতির প্রমাণাদি সংগ্রহ করে।
এছাড়া, অভিযানের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মো. সাইদুর রহমান জানান, বাংলাদেশ ও ভারতের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য, কর অব্যাহতি এবং কয়লা ক্রয়ের ক্ষেত্রে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক প্রমাণ হাতে এসেছে।
তিনি আরও বলেন, “আমরা যাবতীয় প্রমাণ সংগ্রহ করেছি এবং তা প্রধান কার্যালয়ে পাঠানো হবে। নির্দেশনা মিললে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”
রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় অবস্থিত একটি ১৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এটি ভারতের রাষ্ট্রায়ত্ত জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন (এনটিপিসি) ও বাংলাদেশের বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)-এর সমান অংশিদারিত্বে গঠিত যৌথ উদ্যোগ বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) কর্তৃক পরিচালিত হচ্ছে।
এই অনুসন্ধান অভিযান বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে নেয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।