ঢাকা | শনিবার | ২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৭ হিজরি

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে সুইচিং স্টেশনে আগুন, অন্ধকারে হবিগঞ্জ জেলা

শাহজীবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ সুইচিং ষ্টেশনের বিদ্যুৎ

ট্রান্সফরমারে(সিটি) ও ব্রেকারে আগুন লেগে যাওয়ায় সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রের কর্মচারী মিজান জানান, রাত সাড়ে ৭টার দিকে হঠাৎ সিটি

ও ব্রেকারে আগুন লেগে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন এসে আগুন

নিয়ন্ত্রণে আনেন।

বর্তমানে হবিগঞ্জ বিদ্যুত সরবরাহ কেন্দ্রে ও সারা জেলায় পল্লী বিদ্যুত লাইনে

বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ সরবরাহ চালুর ব্যাপারে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন।

তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে—তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত

করেছেন।