ঢাকা | বুধবার | ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৭ হিজরি

সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে এক মাসের শিক্ষা সামগ্রি দেওয়ার ঘোষণা ‘কাগজবাড়ির’

‘জুলাইয়ের রক্তে লিখি শিক্ষার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে গিনেস ওয়ার্ল্ড

রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন-২০২৫ ঘোষণা করেছে কাগজবাড়ি নামে একটি

প্রতিষ্ঠান। তারা ১২ ঘণ্টায় দেশব্যাপী ১,৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-ছাত্রীর

মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষা সামগ্রী বিতরণ করার ঘোষণা দিয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)

সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন ক্যাম্পেইনের আহ্বায়ক ও

কাগজবাড়ির পরিচালক জাহিদ আনোয়ার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আত্মত্যাগ

জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল একটি অধ্যায়। এই আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে অমর হয়ে

থাকবে। ২০২৪-এর এই বিপ্লব দেশের ইতিহাসে একটি বাঁকবদলের সময়। দেশের সাহসী তরুণ

সমাজ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়েছিল অন্যায় ও বৈষম্যের

বিরুদ্ধে এবং অধিকারের পক্ষে। তবে কোটা সংস্কার নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ ও বৈষম্যের

প্রতিবাদে আন্দোলনটা শুরু করেছিল সাধারণ শিক্ষার্থীরাই। আর সেই শিক্ষার্থীদের

আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ‘কাগজবাড়ি’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ

নিয়েছে; যা জুলাই ও নতুন বাংলাদেশকে বিশ্বদরবারে আরও একবার অনন্য উচ্চতায় নিয়ে যাবে

বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি বলেন, ‘জুলাইয়ের রক্তে লিখি শিক্ষার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা এই

মহৎ উদ্যোগ হাতে নিয়েছি। এই বিশ্বরেকর্ড অর্জনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১,৫০০ স্কুলে

প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-ছাত্রীর মাঝে বিনামূল্যে এক মাসের শিক্ষা সামগ্রী বিতরণ করা

হবে; যার ওজন প্রায় ৬০ হাজার কেজি।

সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বক্তব্য দেন পরিষদের

অন্যতম উপদেষ্টা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আতিয়ার

রহমান।

তিনি বলেন, জুলাই বিপ্লবকে বাঁচিয়ে রাখতে কাগজবাড়ির উদ্যোগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন-২০২৫ হতে যাচ্ছে। এই উদ্যোগের অংশ হতে পেরে

নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে করছি। এই উদ্যোগকে সফল করতে আমার বিশ্ববিদ্যালয় এবং

ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব। সেই সঙ্গে এই উদ্যোগের সঙ্গে

যুক্ত হয়ে সার্বিক সহযোগিতার জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও

ব্যবসায়ী গ্রুপগুলোকে আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন—ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সদস্য ও সেন্টার ফর

গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম এবং

গ্লোবাল নলেজ ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক ওমর ফারুক।

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাগজবাড়ির ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান কবির

কৌশিক, পরিচালক মো. শাহ আলম ও একে সালমানসহ কাগজবাড়ির টিমের সদস্যরা।