ঢাকা | বৃহস্পতিবার | ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাত দিন পর সীমান্ত থেকে ফিরল চুয়াডাঙ্গার কৃষক ইবরাহিমের লাশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কৃষক

ইবরাহিম বাবুর (২৮) লাশ ঘটনাস্থলে পড়েছিল এক সপ্তাহ। অবশেষে ৭ দিন পর তার নিথর দেহ

ফিরল নিজভূমিতে।

মঙ্গলবার (৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি

বাংলাদেশে হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বাংলাদেশের ৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও ভারতের ৩২ বিএসএফ

ব্যাটালিয়নের গেদে কোম্পানির কমান্ড্যান্টের উপস্থিতিতে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানা পুলিশ নিহতের লাশ দর্শনা থানা পুলিশের কাছে

হস্তান্তর করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমির জানান, ‘লাশটি

আনুষ্ঠানিকতা শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ বিষয়টি নিশ্চিত

করেছেন ৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ।

গত ৩ জুলাই (বুধবার) দুপুরে ইবরাহিম বাবু তার গরুর জন্য ঘাস কাটতে যান স্থানীয়

ঝাঁঝাডাঙা সীমান্তের ৭৯ নম্বর পিলারের কাছে। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ তাকে

লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নিহত ইবরাহিম বাবু ঝাঁঝাডাঙা গ্রামের মো. নুর ইসলামের ছেলে। সংসারে একমাত্র

উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এলাকাবাসী ও স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে

পড়েছে।

স্থানীয়রা বলেন, ‘ইবরাহিমের কোনো দোষ ছিল না। সে তো কেবল গরুর জন্য ঘাস কাটতে

গিয়েছিল। সীমান্তে গুলি ছোড়ে কেন? আমরা বিচার চাই।’

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, কূটনৈতিকভাবে প্রতিবাদ এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত

নিরাপত্তার দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসীরা।