ঢাকা | রবিবার | ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৭ হিজরি

সানজিদা আক্তার কোচিং কোর্সে অংশ নিচ্ছেন

দুটি সাফজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং অ্যাটাকিং মিডফিল্ডার সানজিদা আক্তার বর্তমানে একটি কোচিং কোর্সে অংশগ্রহণ করছেন। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে AFC বি-কোচেস লাইসেন্স কোচিং কোর্সের আয়োজন শুরু হয়েছে।

এই কোর্সে সানজিদা আক্তার ছাড়াও শিউলি আজিমসহ মোট পাঁচজন নারী ফুটবলার অংশ নিচ্ছেন। সেখানে মোট ২৪ জন কোচ প্রস্তুতি নিচ্ছেন।

জাতীয় দল থেকে আপাতত বাইরে থাকা সানজিদা, যিনি ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে দল থেকে সরিয়ে রাখা হয়েছে, বর্তমানে ভুটানের নারী লিগে ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবের হয়ে খেলছেন।

বর্তমানে খেলায় বিরতির কারণে তিনি কোচিং কোর্সে অংশ নিচ্ছেন। সানজিদা বলেন, ‘ভুটানে আমার খেলার দীর্ঘ বিরতি রয়েছে। বাফুফের সঙ্গে যোগাযোগ করে এই কোর্স করার অনুমতি পেয়েছি, এজন্য এখানে এসেছি।’

তিনি আরও জানান, ‘খেলোয়াড়ি জীবন শেষে আমি কোচিং পেশায় যেতে চাই। তাই ভবিষ্যতের জন্য এই কোর্সে অংশ নেওয়া প্রয়োজন। কোচ হিসেবে কাজ করার জন্য এটি আমার জন্য একটি দারুণ প্রস্তুতি হয়ে থাকবে।’

সানজিদা ২০১৬ সালের AFC অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে অপরাজিত থাকার সুবাদে চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্য এবং ২০২২ ও ২০২৪ সালের দুই সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। এছাড়া তিনি ভারতের ইস্টবেঙ্গল ক্লাবেও খেলেছেন।

AFC বি-লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা হলেও নারী ফুটবলারেরা উৎসাহিত করার জন্য তা অর্ধেকে নামিয়ে নেওয়া হয়েছে। এবারের কোর্সের প্রথম অংশ চলবে ৭ থেকে ১৭ জুলাই এবং দ্বিতীয় অংশ ১৯ থেকে ২৭ আগস্ট পর্যন্ত। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু এই কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।