গত বছরের জুলাই-আগস্টে আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম
হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের করা জামিন আবেদন ও মামলা
বাতিলের শুনানি দুই মাস পিছিয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার
সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২৬ অক্টোবর নতুন শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে গত ১১ আগস্ট খায়রুল হকের আইনজীবীরা মামলা বাতিল ও জামিনের আবেদন শুনানির
জন্য আদালতে দাঁড়ান। তখন রাষ্ট্রপক্ষ এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে দু’পক্ষের
মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আদালত রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর
করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।
খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন জানান, আমরা সময় চেয়ে আবেদন করেছি। আদালত
এটি মঞ্জুর করেছেন। সুপ্রিম কোর্টের ছুটি ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।
গত বছরের ১৮ জুলাই আব্দুল কাইয়ুম হত্যার অভিযোগে করা মামলায় ২৪ জুলাই ঢাকার
ধানমন্ডির একটি বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই
দিনে তাকে কারাগারে পাঠানো হয়।